- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৭
বোরকার আড়ালে ফেনসিডিল, সাদুল্লাপুরে ২ নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
বোরকার ভেতর পড়া ছিল বিশেষ কায়দায় বানানো কটি। তার ভেতর ছিল পকেট। যেখানে লুকিয়ে রাখা ছিল ফেনসিডিল। এমন অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার হয় অভিনব কায়দার মাদক পাচারকারী রত্না রানী (৩৯) ও নার্গিস আক্তার (২৬)।
আজ (সোমবার, ২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধার সাদু্লাপুর উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রত্না রানী রংপুরের পীরগঞ্জ উপজেলার অনন্তরাম রাজবাড়ী এলাকার কিশরী কান্ত সেন কানুর মেয়ে। অন্যদিকে নার্গিস আক্তার লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের মৃত জসিম উদ্দিনের মেয়ে (২৬)। সঙ্গে তার দেড়বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ ছিলেন।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু নাঈম মো. কাজী নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একবারপুর এলকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় লালমনিরহাটের কালিগঞ্জের চাপারহাট থেকে গাজীপুরের মাওনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি করা হয়। এসময় রত্না রানী ও নার্গিস আক্তারের বোরকার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একইসঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নার্গিস আক্তারের কাছে তার দেড়বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ রয়েছে। ইন্সপেক্টর আবু নাঈম মো. কাজী নুরুন্নবী আরও জানান, তারা ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।